বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  

শ্রীনগর (মুন্সীগঞ্জ)  প্রতিনিধি
  ০৯ নভেম্বর ২০২৪, ১৪:৪৪
শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা   
ছবি : যায়যায়দিন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার ভাগ্যকুল রোডে জমজম টাওয়ার সামনে এসে জড়ো হওয়ার পর বেলা ১১ টার দিকে মীর সরফত আলী সপুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডাকবাংলো মার্কেটের সামনে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

এ সময় আরো বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জল, সহ-সভাপতি ডাঃ জাহিদ, উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক আবুল কালাম কানন, বিএনপি নেতা ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম,সাবেক ভিপি রফিকুল ইসলাম রজন প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে