বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ডামুড্যায় ১০টি বোমার ব্যাগ উদ্ধার

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  ১১ নভেম্বর ২০২৪, ১৭:২২
ডামুড্যায় ১০টি বোমার ব্যাগ উদ্ধার
ছবি: যায়যায়দিন

শরীয়তপুরের ডামুড্যায় একটি সড়কের পাশে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু পড়ে রয়েছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ এই এলাকা ঘিরে রেখেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় রাস্তার ধারে ১০ টি কালো রং এর হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ্য বস্তু বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আর বোমা সনাক্তে ও উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী দল। এই এলাকা টি ঘিরে রেখেছে পুলিশের একটি দল।

স্থানীয় আব্দুল জলিল বলেন, সকালে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক এক সাথে হেটে যেতে দেখেছি। হঠাৎ করে একজন দেখতে পায় ঝোপের মধ্যে কালো রং এর ব্যাগ। এগুলো দেখে আমরা পুলিশকে খবর দেই। তারা আসে। এখন এই এলাকায় আতঙ্ক বিরাজ করছি।

ডামুড্যা থানার সাব ইনেসপ্টেক্টর ইয়ার হোসেন বলেন, আমরা ৯ টার সময় খবর পাই আকালবরিশ এলাকায় বোমা সদৃশ্য কিছু দেখে এলাকার লোক আমাদের খবর দেয়। আমরা সাথে সাথে এখানে চলে আসি। আমাদের বোম ডিস্পনসার গ্রুপকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে এটি উদ্ধার করা হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে