নিখোঁজের দুইদিন পর মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পরিষদ সংলগ্ন খাল থেকে হাত পা বাধা বস্তাবন্দি অবস্থায় সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪২)নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায় গত রবিবার দুপুর থেকে সে নিখোঁজ ছিলো।।বুধবার দুপুরে স্থানীয়রা খালের মধ্যে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে দুপুর দেড়টার দিলে লাশটি উদ্ধার করে।এসময় রমজানের স্বজনরা এসে মরদেহটি সনাক্ত করে।পরিবারের দাবী জমি সংক্রান্ত বিরোধীদের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। নিহত রমজান গত ১৫ বছর ধরে সিঙ্গাপুরের একটি কোম্পানিতে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। মাঝেমধ্যে সে ছুটি নিয়ে দেশে আসতেন। গত একমাস পূর্বে তিনি সিঙ্গাপুরে থেকে বাড়িতে আসেন। গত ২৬ নভেম্বর মঙ্গলবার ভোর ৪ টায় তার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল।
শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান সংবাদ পাওয়া মাত্রই মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুচিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
যাযাদি/এসএস