শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঝিনাইগাতী শীতের রাতে কম্বল নিয়ে মাদ্রাসায় হাজির হচ্ছে ইউএনও

ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি
  ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:০৪
ঝিনাইগাতী শীতের রাতে কম্বল নিয়ে মাদ্রাসায় হাজির হচ্ছে ইউএনও
ছবি: যায়যায়দিন

শেরপুর জেলার ঝিনাইগাতী সীমান্ত উপজেলায় শীত নিবারণের জন্যে কনকনে শীতকে উপেক্ষা করে রাতের আধারে কম্বল নিয়ে মাদ্রাসায় হাজির হচ্ছে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল ।

উপজেলার হত দরিদ্র, গরীব, অসহায়, ও মাদ্রাসায় আবাসিক হোস্টেলে শিক্ষার্থীদের মাঝে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নির্দেশে শীত নিবারণের জন্যে কম্বল বিতরণ করা হচ্ছে । গতকাল রাতে উপজেলার জামিয়া মহিলা সিদ্দিকা মাদ্রাসা, মদিনাতুল উলুম বড় কওমি মাদ্রাসায় সহ উপজেলার অন্যান্য মাদ্রাসায় রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয় ।

এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী ইউএনওর সাথে উপস্থিত ছিলেন । ইউএনও আশরাফুল আলম রাসেল জানান প্রথম পর্যায়ে ১১শ কম্বল বরাদ্ধ ও ক্রয় করে বিতরণ করা হচ্ছে ।

রাতে মাদ্রাসায় উপস্থিত হয়ে শিক্ষকদের সাথে কথা বলে এতিমদের খোঁজখবর নিয়ে তাদের হাতে কম্বল তুলে দেয়া হচ্ছে । মহিলা মাদ্রাসায় শিক্ষকদের হাতে শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্যে তালিকা মোতাবেক দেয়া হয়েছে বলে জানান ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে