শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শ্রীবরদীতে মাহ্ফুজুল হক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
  ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫২
শ্রীবরদীতে মাহ্ফুজুল হক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 
ছবি: যায়যায়দিন

শেরপুরের শ্রীবরদীতে আলহাজ খন্দকার মাহফুজুল হোক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালুচর মাদরাসা সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি-র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুবদলের আহবায়ক আবু রায়হান আল বেরুনীসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ খেলায় অংশ গ্রহণ করে রাণীশিমুল একটিভ একাদশ ও ভায়াডাঙ্গা জুনিয়র একাদশ। এতে উভয় দল নির্ধারিত সময়ে ০১-০১ গোলে ড্র করে। পরে রাণীশিমূল একটিভ একাদশ ট্রাইবেকারে ৪-২ গোলে ভায়াডাঙ্গা জুনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্সআপ দলকে ছাগল পুরস্কার দেওয়া হয়। কয়েক হাজার দর্শক এ খেলা উপভোগ করে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে