ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলা অনুষ্ঠিত হয়েছে। জ্ঞান বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময় স্লোগানের মেলায় মোট ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। মেলায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছে।
রবিবার (১২ ও ১৩ জানুয়ারি) ২ দিন ব্যাপী হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিজ্ঞান মেলা পালিত হয়। প্রদর্শিত স্টল ঘুরে প্রদর্শন করেন উক্ত মেলায় সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার, বিএম তারিক উজ জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন একাডেমিক মাধ্যমিক সুপারভাইজার মাছুরা খাতুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আজিজুর রহমান, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন,সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোক্তার হোসেন, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটো, জোড়াদহ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, প্রিয়নাথ স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম স্বপন মাস্টার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা রিপন,সহ সকল দপ্তরের কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
যাযাদি / এআর