শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

হাঁটে-ঘাটে ইজারা দেয়ার ব্যবস্থা আমরা বাতিল করে ছাড়বো: হাসনাত কাইয়ুম

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩২
হাঁটে-ঘাটে ইজারা দেয়ার ব্যবস্থা আমরা বাতিল করে ছাড়বো: হাসনাত কাইয়ুম
ছবি: যায়যায়দিন

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেছেন,‘বাংলাদেশের হাটঘাটে ইজারা প্রথা বাতিল করতে হবে। যে কৃষকের শ্রমে ঘামে ফসল উৎপন্ন হয় সেই কৃষকের জন্য কালো আইন বীজ বিপনন ও কৃষি বীজ আইন ২০১৮ বাতিল করতে হবে।

সরকার কৃষকের নামে প্রতিবছর ভর্তুকী হিসেবে ৪০ হাজার কোটি টাকার বরাদ্দ আমার কৃষককে না দিয়ে বিদেশী কর্পোরেশন বিভাগকে দেয়। সেখানে আমার কৃষককে মাত্র ৫০০ টাকা ঋণের জন্য আইন শৃংখলা বাহিনী কোমড়ে দড়ি বেঁধে নিয়ে যায়।’

রোববার দুপুরে জোড়গাছ হাট সংলগ্ন সফিউল আলম রাজা স্টেডিয়ামে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে কৃষকের পক্ষে যারা কথা বলবে, আপনার হিস্যা আদায়ের জন্য যারা কথা বলবে, তারাই যেন বাংলাদেশে আইন-কানুন বানানোর ক্ষমতা পায়। তারা যেন সংসদে বসতে পারে তার জন্য নির্বাচনের আইন, অর্থনৈতিক আইন, প্রধানমন্ত্রী হওয়া এবং তার যে ক্ষমতা ব্যবহারের আইন সেগুলি পরিবর্তন করতে হবে। এবং সেই পরিবর্তনের জন্য বাংলাদেশ রাস্ট্রের সংস্কার করতে হবে।’

হাসনাত কাইয়ুম আরো বলেন, এ সমাবেশ যতই ছোট হোক, এ ন্যায্য দাবি আমরা বাংলাদেশে বাস্তবায়ন করেই ছাড়বো। বাংলাদেশে হাঁটে-ঘাটে ইজারা দেয়ার ব্যবস্থা আমরা বাতিল করেই ছাড়বো।

তিনি আরো বলেন, ‘সবচাইতে বেশী খাজনা তোলা হয় অদৃশ্য খাজনা হিসেবে। প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস থেকে সরকার প্রতিবছর ৮ লক্ষ কোটি টাকা খাজনা তুলে নেয়। এই খাজনা তুলে নিয়ে উপদেষ্টারা এখন নাকি হেলিকপ্টারে চড়ে বেড়ায়। কৃষকের খাজনার টাকা দিয়ে আফিসারদের গাড়ি কিনে দেয়া হয়। তারা গাড়ি চালায়, তাদেরকে তেল কিনে দেয়া হয়। ঢাকা শহরে দুইতলা তিনতলা রাস্তা নির্মাণে যোগান দেয়া হয়।’

জেলে-তাঁতী-কৃষক মহাসমাবেশ বাস্তবায়ন গণকমিটির ব্যানারে অনুষ্ঠিত উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে সভাপতিত্ব করেন, কৃষক নেতা ও গণবুদ্ধিজীবী নাহিদ হাসান নলেজ।

সমাবেশে ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে আরো বক্তব্য রাখেন, নগর পরিকল্পনাবিদ নিয়াজ রহমান, শিক্ষা ও শিশু সুরক্ষা আইন (শিশির) এর আহবায়ক রাখাল রাহা, অর্থনীতিবিদ দিদারুল ভূইয়া, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কুড়িগ্রাম জেলা সভাপতি সেলিম খান প্রমূখ বক্তব্য রাখেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে