বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভৈরবে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা উদ্বোধন 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৫, ২০:৫২
ভৈরবে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা উদ্বোধন 
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের ভৈরবে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা উদ্বোধন করা হয়। আজ বুধবার বিকেল ৫ টায় তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও ভৈরব চেম্বারের সহযোগীতায় স্থানীয় বালুর মাঠে জেলা পরিষদের খালি জায়গায় এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রিদুয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, ভৈরব থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ শাহিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান,ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রিজ'র সহ- সভাপতি জাহিদুল হক জাভেদ, উপজেলা সমাজ সেবা অফিসার রিফফাত জাহান ট্রপা, পৌরসভার সচিব ফারুক আহমেদ, ছাত্রদের প্রতিনিধি শরিফুল জয় ও আরাফাত হোসেন প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার বিকেলে মেলা গেইটে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনন্দঘনভাবে মেলা উদ্বোধনকালে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ভৈরব শিল্প ও বানিজ্য মেলায় এবার ৪২ টি স্টল থাকবে। এসব স্টলে কাপড়, ক্রোকারিজ, স্টেশনারী, মেয়েদের গহনা ও অন্যান্য প্রসাধনী, খেলনার স্টল, শিশুদের বিনোদন ব্যবস্থাসহ প্রতিদিন মেলা প্রাঙ্গনের মঞ্চে নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। মেলায় দর্শনার্থীদের প্রবেশ মূল্য ২০ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। ২০০৯ সালের পর ভৈরবে এবার শিল্প ও বানিজ্য মেলা উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, সরকারের নির্দেশে তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে একমাসব্যাপী মেলা উদ্বোধন করা হলো। আমাদের মেলায় শুধু স্টলে বেচাকেনা ছাড়াও দর্শনার্থীদের জন্য থাকবে সাংস্কৃিতিক অনুষ্ঠান, শিশুদের বিনোদন ব্যবস্থা, নাচ- গান। একারনে ভৈরবের মেলাটি এবার ভাল জমজমাট হবে সবার প্রত্যাশা।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে