বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজশাহী-৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

রাজশাহী অফিস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২২
রাজশাহী-৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
ছবি: যায়যায়দিন

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কমিটি তার নাম ঘোষণা দিয়েছেন। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম ইমন এ তথ্য জানিয়েছেন।

1

আবুল কালাম আজাদ গত ২৭ বছর ধরে টানা হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছেন। তিনি জামায়াতে ইসলামীর কাশিয়াডাঙ্গা থানা শাখার সুরা কর্মপরিষদ সদস্য। বেলপুকুর আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক ছিলেন তিনি।

গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর এ আসনেও জামায়াত ইসলামির সাংগঠনিক কার্যক্রম জোরদার করেন। জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের সঙ্গে সেতুবন্ধন তৈরি করছেন। দোয়া চাইছেন। নিয়মিত দলীয় কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের চাঙ্গা করতে তৎপর রয়েছেন আবুল কালাম আজাদ। তার ব্যানার ফেস্টুনও সাটানো হয়েছে তার নির্বাচনী এলাকায়।

আবুল কালাম আজাদ বলেন, জামায়াত একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। দলীয় সিদ্ধান্ত আগে থেকে নেতাকর্মীরা নির্বাচনের প্রস্তুতি চালাচ্ছিল। আজ দলীয়ভাবে প্রার্থী ঘোষণা হয়েছে। আমি মনোনয়ন পেয়েছি। আশা করছি, পবা-মোহনপুরবাসী দলীয় এ সিদ্ধান্তের মুল্যায়ন করবে এবং আমাকে বিপুল ভোটে বিজয়ী করছেন। আমিও নিজেকে জনগণের সেবায় উৎসর্গ করতে চাই।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম ইমন বলেন, রাজশাহীর সব আসনে আমাদের প্রার্থী চুড়ান্ত হয়েছে। রাজশাহী-১ আসনে দলের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের প্রার্থীতা আগে থেকেই ঘোষণা রয়েছে। রোববার বিকেলে রাজশাহী-৩ আসনের প্রার্থী ঘোষণা হয়েছে। বাকিগুলোও ঘোষণার অপেক্ষায় রয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে