শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঝিনাইগাতীতে ডাকাত দলের ৩ সদস্য আটক

ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৭
ঝিনাইগাতীতে ডাকাত দলের ৩ সদস্য আটক
ছবি: যায়যায়দিন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তর পানবর এলাকার এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে ঝিনাইগাতী থানা পুলিশ ।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- বাকাকুড়া ও সারিকালিনগরের মজ্ঞুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (৩৮) কুড়িগ্রাম জেলার আ: রহমানের ছেলে মোখলেছুর রহমান(৩৫) ও কুড়িগ্রাম মুংলার খুটি গ্রামের শাহাজানের ছেলে জাহান উদ্দিন(৩৫) ।

অভিযানকালে ওই বাড়ি থেকে রাম দা, চাকু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

জানা গেছে গজনী অবকাশ ও অন্যান্য এলাকায় উৎ পেতে থেকে সুযোগ বুঝে ডাকাতির প্রস্তুতি নিয়ে এরা অপকর্ম চালায় । এ ব্যাপারে ওসি আল আমিন জানায় শেরপুর পুলিশ সুপার আমিনূল ইসলামের দিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেছি । তাদের নিকট থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে ।

থানায় নিয়মিত মামলা হয়েছে আগামীকাল তাদের কোর্টে প্রেরণ করা হবে । এদের সাথে স্থানীয় কোন ব্যাক্তি লিয়াজু আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানান । সম্প্রতি গজনি পিকনিক স্পটে চুরি ছিনতাইয়ের ঘটনা হওয়ার ফলে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে উঠেছে ।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে