বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৬
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নুহা আক্তার নামের ২য় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তার পূর্বপাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নুহা আক্তার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও প্রাপ্তি আইডিয়াল স্কুলের ২য় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সুত্রে জানা যায়, এদিন দুপুরে নুহা গোবিন্দপুর চৌরাস্তার পূর্ব পাশে প্রাপ্তি আইডিয়াল স্কুল এর সামনে পাকা রাস্তা পার হওয়ার সময় গোবিন্দপুর চৌরাস্তাগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কিশোরগঞ্জ সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে