বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে চার দিনব্যাপী বইমেলা শুরু                                    

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০০
রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে চার দিনব্যাপী বইমেলা শুরু                                    
ছবি: যায়যায়দিন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে চারদিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।এ সময় প্রধান অতিথি বলেন, মেধা ও মননের বিকাশে বই পড়ার কোন বিকল্প নেই। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে শৈশব থেকে।

বইমেলা শিশুর বই পড়ার আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি শিশুদের বইমেলায় নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দা মার্জিয়া বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্রসহ বিভিন্ন খ্যাতনামা প্রকাশনী সংস্থা এই মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বইমেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানায় আয়োজকরা।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে