শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শ্রীবরদীতে জাতীয় ভোটার দিবস পালিত 

শ্রীবরদী ( শেরপুর)  প্রতিনিধি
  ০২ মার্চ ২০২৫, ২০:৫০
শ্রীবরদীতে জাতীয় ভোটার দিবস পালিত 
ছবি: যায়যায়দিন

"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলে মিশে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

রোববার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজপলা পরিষদ চত্ত্বর থেকে একটি রেলি বের হয়। পরে উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাচন অফিসার এ.কে.এম. মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা যুব দলের আহ্বায়ক এডভোকেট আবু রায়হান আল বেরুনী প্রেসক্লাব শ্রীবরদী'র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমূখ।

এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা , বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে