গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন সিরাজ গত সোমবার ভোর তিনটায় (হৃদরোগ জনিত কারণে )ইন্তেকাল করেছেন (ইন্না ইলাহি ওয়া ইন্না হি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। সিরাজ দীর্ঘ সময় ধরে ডুমুরিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
তার মৃত্যুর খবর শুনে টুঙ্গিপাড়া এলাকার উপজেলার নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন এবং এলাকার রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। লায়ন সিরাজের মৃত্যুতে তার পরিবার এবং দলীয় সহকর্মীরা শোকসন্তপ্ত।
তার শেষকৃত্য প্রস্তুতি এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তার গ্রাম, ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া তার পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
এদিকে, তার মৃত্যুতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও উপজেলা বিএনপি'র আহবায়ক সালাউদ্দিন শেখ ও যুগ্ন আহবায়ক শামসুল হক শেখ কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির ফকির সহ টুঙ্গিপাড়া বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ওহীদুজ্জামান শেখ যুবদলের পৌর কমিটির আহবায়ক ডাক্তার আবু জাফর যুগ্ম আহবায়ক রাজু খান গভীর শোক প্রকাশ করেছেন। লায়ন সিরাজের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা তার আত্মার শান্তি কামনা করেছেন এবং তার অবদানের জন্য তাকে স্মরণ করেছেন।
যাযাদি/ এস