চট্টগ্রাম অভিযানে আসা পুলিশ দেখে আতঙ্কে অসুস্থ হয়ে লাল মিয়া (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্বজনরা। রোববার (২ মার্চ) বিকালে নগরের খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিকের ডেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
লাল মিয়া ওই এলাকার রাজীব ভবনের নিচতলায় মুদির দোকান করতেন। একই ভবনে তিনি থাকতেনও। লাল মিয়া ডেবারপাড় ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার বিকেলে মোটরসাইকেল নিয়ে খুলশী থানার এসআই রবিউল আলমসহ দুই পুলিশ সদস্য লাল মিয়ার মুদির দোকানের সামনে নামেন। মামলার বিষয়ে লাল মিয়ার সঙ্গে কথা বলতে চান পুলিশ সদস্যরা। তখন ভয়ে-আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন লাল মিয়া। পরে তাকে বেসরকারি হাসপাতাল মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তাররা বলেছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ভুক্তভোগীর নিকটাত্মীয় মো. শরীফ বলেন, পুলিশ এসে জোর করে ফুফার সঙ্গে কথা বলেছে। এ সময় ভয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ভুক্তভোগী লাল মিয়ার বিরুদ্ধে মামলা ছিল না। অন্য এক পরোয়ানাভুক্ত আসামির বিষয়ে তথ্য নিতে তার সঙ্গে কথা বলে পুলিশ। কথোপকথনের একপর্যায়ে ভুক্তভোগী মাথা ঘুরে পড়ে যান। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাই হয়ত ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
যাযাদি/ এসএম