বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভেদরগঞ্জে স্কুল দখল ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
  ০৫ মার্চ ২০২৫, ১৯:২০
ভেদরগঞ্জে স্কুল দখল ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা সংলগ্ন প্রতিভা সাইন্স প্রিপারেটরী হাই স্কুলটি দখল ও চাঁদাবাজি অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্কুল শিক্ষার্থীরা। বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

বিক্ষোভ মিছিলে স্কুলের শিক্ষার্থীরা জানায়, দখলকারীরা কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে আমাদের স্কুল দখলে নেওয়ার চেষ্টা করে। সন্ত্রাসীরা বিদ্যালয় থেকে প্রায় দেড় লাখের বেশি টাকা নিয়ে যায। আমাদের সকল ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করে দেয়। এবং আমাদের স্কুল বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

তাই গত ৩ তারিখে আমাদের স্কুলে হামলা ও লুটপাটের প্রতিবাদ জানাই। এবং তাদের কারনে আমাদের স্কুল বন্ধ হয়ে যাবে এমনটা হতে দেয়া যাবে না। তাহলে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমরা তাদের বিচার চাই।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে