সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়ায় অংশ নেয় উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় সক্ষমতা তৈরি ও সচেতনতা বাড়াতে সারাদেশে পালিত হয়েছে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৫’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতি বছর ১০ মার্চ দিবসটি পালন করে থাকে।
যাযাদি/ এসএম