শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
প্রকাশ্যে ফাঁসির দাবিতে যশোর আদালত চত্বরে বিক্ষোভ

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ছাত্রদলের ২ নেতাসহ আটক ৪

স্টাফ রিপোর্টার, যশোর
  ১৭ মার্চ ২০২৫, ১৮:৪০
তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ছাত্রদলের ২ নেতাসহ আটক ৪
ছবি: যায়যায়দিন

যশোরের ঝিকরগাছায় ফুল বাগান দেখাতে নেওয়ার কথা বলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাসহ ৪ যুবককে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এই ধর্ষণের ঘটনা ঘটেছে। ৯৯৯ এ ফোন পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার এবং মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় অভিযুক্ত চারজনকে আটক করে।

আটকৃতরা হলো, গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২২), জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে মামুন হোসেন বাপ্পি (২১) ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান (২০)। এদের মধ্যে বাপ্পী গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আরাফাত ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের এক তরুণী (১৯) বেনাপোলে খালাবাড়ি থেকে ফেরার পথে গদখালী বাজারে নামেন। এরপর গদখালী বাজারের ফুলের দোকানদার আমিনুর রহমানের দোকানে গেলে ৪ বন্ধুর সাথে পরিচয় হয়। সেই সুত্রে ওই তরুণীকে গদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের জাবেদ হোসেনদের লিচুবাগনে নিয়ে গণধর্ষণ করে। এরপর ওই চার যুবক ওই তরুণীকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে। এরপর সন্ধ্যায় অভিযুক্ত চার যুবককে আটক করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, নাভারণ (সার্কেল) এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ধর্ষণ ও আটকের বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান।

এ প্রসঙ্গে উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আলম রানা বলেন, কোন ব্যক্তির দায় সংগঠন নেবেনা। জাতীয়তাবাদী ছাত্রদলে কোন অপরাধীর ঠাঁই নাই। অভিযুক্ত দু’জনকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, যশোরের ঝিকরগাছায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে তারা বিক্ষোভ করে। এসময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের ফাঁসি চাই, খুন, ধর্ষণ, নিপীড়ন/রুখে দাঁড়াও জনগণ’, ‘অবিলম্বে ধর্ষকদের/বিচার করো করতে হবে’, ‘ধর্ষকরা ধর্ষণ করে/প্রশাসন কী করে?’ স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘একটি সুষ্ঠু ও সুন্দর বাংলাদেশের আশায় এদেশের ছাত্রসমাজ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। আন্দোলনে বিজয় অর্জন করলেও আমরা দেখলাম সারা দেশে অস্থিরতা বিরাজ করছে। আমাদের মা-বোনেরা রাস্তাঘাটে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারছে না। প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। শিশু, গৃহবধূসহ কোনো নারীই রেহাই পাচ্ছে না ধর্ষকদের ভয়াল থাবা থেকে। এমন বাংলাদেশ দেখার জন্যতো আমরা আন্দোলন করিনি, রাজপথে রক্ত দেইনি-বলেছেন বক্তারা। বক্তারা, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রদান এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান, মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল-মামুন লিখন, ভারপ্রাপ্ত সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা প্রমুখ বক্তব্য রাখেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে