শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পেকুয়ায় সাপের কামড়ে  টমটম  চালকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৫, ২১:৪০
পেকুয়ায় সাপের কামড়ে  টমটম  চালকের মৃত্যু
ছবি: যায়যায়দিন

কক্সবাজারের পেকুয়ায় বিষধর সাপের কামড়ে এক টমটম ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত রাত একটার সময় উপজেলার টৈটং ইউনিয়নের কইড়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম মুহাম্মদ রুবেল (৩১)। তিনি ওই এলাকার নুরুল আলমের পূত্র। পেশায় তিনি ইজিবাইক ( টমটম) চালক ছিলেন।

স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাত একটার সময় নিজ বাড়ির উঠানে রুবেলকে পায়ে বিষধর সাপে কামড়ায়। বিষের যন্ত্রণায় সে ছটফট করতে থাকলে রাত আড়াইটার সময় স্বজনরা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৭ (মার্চ) সোমবার ভোর রাতে মারা যায় রুবেল।

স্বজনরা জানিয়েছেন - রুবেল বিদেশ ফেরত প্রবাসী। দুইবছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন । তিন সন্তানের জনক রুবেল ইজিবাইক চালিয়ে সংসার চালান।

নিহতের স্ত্রী শাহজান বেগম বলেন, রবিবার রাত একটার দিকে স্বামীর মোবাইলে কল আসলে নিদ্রারত সন্তানদের ঘুম ভাঙবে ভেবে বাড়ির বাইরে বের হয়ে কথা বলেন। উঠানে কথা শেষ করে বাড়িতে ঢোকার সময় দরজার পাশে থাকা বিষধর সাপ পায়ে কামড় দেয়। এ সময় তাকে নেওয়া হয় স্থানীয় ওজার (বৈদ্য) কাছে। কিন্তু কোন সুফল না পাওয়ায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান বলেন, রাত আড়াইটার দিকে সাপেকাটা একজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা খুবই খারাপ। তাৎক্ষনিক ঐ রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেপার হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে