রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

পরকীয়া ও টাকা লেনদেন নিয়ে আলমগীরকে খুন করে মা-মেয়ে

চাঁদপুর প্রতিনিধি
  ১৮ মার্চ ২০২৫, ১৭:৫৮
পরকীয়া ও টাকা লেনদেন নিয়ে আলমগীরকে খুন করে মা-মেয়ে
ছবি: যায়যায়দিন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামের প্রবাসী আবুল হোসেন মানিকের বাসার ছাদে দিনমজুর আলমগীর হোসেনকে (৩৫) গলা কেটে হত্যা করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উন্মোচন করেছে শাহরাস্তি থানা পুলিশ।

সোমবার (১৭মার্চ) রাতেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক প্রবাসী মানিকের স্ত্রী খোদেজা বেগম ও তার মেয়ে মাহমুদা আক্তার সোনিয়াকে থানায় নিয়ে আসে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সোনিয়া এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

সোনিয়া পুলিশকে জানায়, আলমগীরের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। আলমগীর তাকে বিরক্ত করত; এই ক্ষোভের কারণেই তাকে হত্যা করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে।

সোনিয়া জানায়, উপজেলার চিতোষী বাজার থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি কেনা হয়। সেই ছুরি দিয়েই এলোপাতাড়িভাবে আলমগীরকে আঘাত করে হত্যা করা হয়।

আলমগীরের স্ত্রী তাছলিমা বেগম জানায়, আমার স্বামী সোনিয়ার কাছে ১২ লাখ টাকা পাবে। টাকা দেবে বলে সোনিয়া ফোন করে আমার স্বামীকে বাসায় নিয়ে খুন করে।

সোনিয়া ওই ঘটনায় নিজে দায় স্বীকার করলেও এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা বলছে না; কিন্তু ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মোবাইলের সূত্র ধরে পুলিশ ধারণা করছে এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে। হত্যাকাণ্ডের সহযোগিতা করার অপরাধে সোনিয়ার মা খাদিজা আক্তারকে (৫০) পুলিশ আটক করেছে।

এদিকে আলমগীরের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শাহরাস্তি থানা পুলিশ মা ও মেয়েকে চাঁদপুর কোর্টে প্রেরণ করেছে।

শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, আলমগীর হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় প্রবাসী আবুল হোসেনের স্ত্রী ও মেয়েকে আটক করে মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে। আদালতে আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটক অভিযান অব্যাহত রয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে