রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

আত্রাইয়ে অবৈধ ইটভাটা ভেঙে দিল প্রশাসন

আত্রাই(নওগাঁ)প্রতিনিধি
  ১৮ মার্চ ২০২৫, ১৮:০২
আত্রাইয়ে অবৈধ ইটভাটা ভেঙে দিল প্রশাসন
ছবি: যায়যায়দিন

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন একটি অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের অভিযানে ইটভাটাটির চিমনি ও কিলন আংশিকভাবে ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

ইটভাটাটির মালিক পোঃ মোঃ সিদ্দিকুর আলী, যিনি স্থানীয়ভাবে সিদ্দীকুর আলী মেম্বার নামে পরিচিত। তার ইটভাটাটির নাম ছিল O.S.B ব্রিকস্। পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, ইটভাটা চালানোর জন্য বৈধ ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। তবে এই ইটভাটাটি কোনো ধরনের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চালানো হচ্ছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং পরিবেশ দূষণের বিষয়টি নজরে আসায় প্রশাসন এই অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসফিকুর রহমান আবরার,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন এবং বাংলাদেশ সেনাবাহিনী,জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা অবৈধ ইটভাটা ভেঙে দেওয়ায় প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ হলে পরিবেশ দূষণ কমবে এবং এলাকার স্বাস্থ্যকর পরিবেশ ফিরে আসবে।

পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে