শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ

বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি
  ২১ মার্চ ২০২৫, ২১:১৮
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

ভোলার বোরহানউদ্দিনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম'আ নামাজের পর সর্বস্তরের জনতার ব্যানারে ওই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জুম'আ নামাজের পর বোরহানউদ্দিন মডেল মসজিদের সামনে থেকে সমবেত মুসুল্লিরা ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েলের প্রধান মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশ পুত্তলিকাসহ বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদ‌ক্ষিণ করে চৌরাস্তায় বেনিয়ামিন নেতানিয়াহুর কুশ পুত্তলিকা দাহ করে।

এরপর একই স্থানে সমাবেশে বক্তারা বলেন, মুসলমানদের তীর্থভূমি ফিলিস্তিনের বুকে আঘাত করার মানে হচ্ছে গোটা মুসলিম উম্মার বুকে আঘাত করা। গোটা পৃথিবী যখন ইসরায়েলের বিরোধিতা করছে তখন প্রতিবেশী রাষ্ট্র ভারত ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে।

বক্তারা অবিলম্বে হামলা বন্ধে বৈশ্বিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে জাতিসংঘের নির্লিপ্ততার নিন্দা জানান। সমাবেশে পৌর শহর মসজিদের খতিব মাও. মিজানুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে