শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

দেড় যুগ পর স্বাধীনতা দিবসে এনায়েতপুর জামায়াতের র‍্যালি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৫, ১৬:১২
দেড় যুগ পর স্বাধীনতা দিবসে এনায়েতপুর জামায়াতের র‍্যালি
যায়যায়দিন

দেড় যুগ পর সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জামায়াতের আয়োজনে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে এনায়েতপুর থানা সদর থেকে থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা ও সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যালিটি বের হয়।

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের নানা শ্লোগান সংবলিত লাল সবুজের ক্যাপ মাথায় বিভিন্ন অঞ্চল থেকে আগত দলীয় নেতাকর্মী সহ জনসাধারণের উপস্থিততে বর্ণাঢ্য র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি ডা. শেখ মোহাম্মদ আইয়ুব আলী, জোবায়ের হোসেন, জামায়াত নেতা হাজী আনোয়ার হোসেন, ডা. ইদ্রিস আলম ও থানা শিবির সভাপতি মাসুদ রানা প্রমুখ।

এছাড়া সকালে এনায়েতপুর থানা জামায়াতের বিভিন্ন ইউনিটের উদ্যোগে পৃথক দোয়া ও আলোচনা সভা হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে