দেখলে মনে হবে বর্ণিল কোন আয়োজন। সারি সারি চেয়ারে বসা প্রতিটা মানুষের হাতে মুরগি ও ব্যাগ ভর্তি ১৫ পদের ঈদ বাজার।
এখানে বিধবা, অন্ধ, শারীরিক প্রতিবন্ধী, কেউ দৃষ্টিপ্রতিবন্ধী ও দুস্থ বয়স্ক, এতিম অসহায়রা এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় ও বঞ্চিত মানুষদের কষ্টের কথা তুলে ধরে পোষ্ট দিয়ে সংগ্রহীত অর্থায়ণে এ মহতি কাজ ২০১৩ সাল থেকে করে যাচ্ছেন সমাজকর্মী মামুন বিশ্বাস।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বেলকুচির সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ২৬০ টি পরিবারের প্রত্যেকের হাতে ১০ কেজি চাল, ১ কেজি পোলাও চাউল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, সেমাই ২ প্যাকেট, মিশ্রি দেড় কেজি, হলুদ ও মরিচ গুঁড়া ২৫০ গ্রাম, আলু ২ কেজি , পেয়াজ ১ কেজি, গুড়া দুধ, সয়াবিন তেল, মসলা, লবণ, সাবান ১ পিস ও একটি আস্ত মুরগী তুলে দেয়া হয়।
এ বিষয়ে মামুন বিশ্বাস জানান, ফেসবুকের কল্যাণে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বিশেষ করে কয়েক বছর ধরে ঈদে অসহায় মানুষের হাতে মুরগি ও ঈদ বাজার তুলে দেয়া হয়। আজকে শাহজাদপুর, বেলকুচি, এনায়েতপুর সহ জেলার মধ্যে এই ঈদ বাজার বিতারণ করা হয়।
এসময় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সাধারন সম্পাদক রেজাউল করিম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তার হাসান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এমএস