খাগড়াছড়ির রামগড়ে দেড় শতাধিক গরিব অসহায় পরিবার পেলেন জেলা পরিষদের ঈদ উপহার।
রোববার ( ৩০মার্চ) রামগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এ ঈদ উপহার সামগ্রী বিতরন করেন।ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে -সম্প্রীতি ও সৌর্হাদ্যের বন্ধনে"- এ শ্লোগানকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় রামগড় উপজেলায় দেড় শতাধিক অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা যুব রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, রামগড় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু,সহ-সভাপতি শুভাশীষ দাস, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, রামগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি মো: জসিম উদ্দিন।
এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ,রোভার স্কাউটস, রামগড় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা আবু বক্কর ছিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ,জেলা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এমএস