শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দায় বিক্ষোভ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৭ এপ্রিল ২০২৫, ১৯:২৯
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দায় বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদে এবং গণহত্যা বন্ধের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা থানা মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। তাঁরা হাতে ব্যানার ধরে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং বিশ্ব সম্প্রদায়কে গাজায় চলমান গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আকারের বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা জামায়াতে আমির, মাওলানা আবুল হাশেম ও সেক্রেটারি ফারুক আহমেদ, কলমাকান্দা সদর ইউনিয়ন আমির ও জেলা সুরা সদস্য মোস্তাক আহমেদ প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনে শিশু, নারী ও নিরীহ মানুষের উপর বর্বরতা চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ। বিশ্ব মুসলিমনেতাসহ অন্য নেতাদের এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।’

বক্তব্যে আরও বলা হয়, গাজা আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত সেখানে রক্ত ঝরছে, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি ও হাসপাতাল। এমন অবস্থায় মুসলিম উম্মাহসহ বিশ্বের বিবেকবান মানুষের উচিত সোচ্চার হওয়া।

এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশগ্রহণ করেন এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে