বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

থানচিতে গাজায় ইসরাইল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

থানচি (বান্দরবান ) প্রতিনিধি
  ০৭ এপ্রিল ২০২৫, ২১:১৯
থানচিতে গাজায় ইসরাইল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 
ছবি: যায়যায়দিন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বান্দরবানের পাহাড়ী উপজেলার থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হচ্ছে।

সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫ টা থানচি বাজার জামের মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জনগুরুত্বপুর্ন স্থানের প্রদর্ক্ষিণ শেষে রিড থানচি শপিং সেন্টার প্রাঙ্গনের সংক্ষিপ্ত সমাবেশ করেন।

থানচি সর্বসাধারণ ও মুসলিম তৌহিদী জনতার আয়োজনে, বিএনপি নেতা মো: আবদুর সামাদ সঞ্চালনায় জামায়াতে ইসলামী সভাপতি মোঃ আসলাম, প্রচার সম্পাদক ও সংবাদ কর্মী শহিদুল ইসলাম, জামের মসজিদের ইমাম মোল্লানা নাছির উদ্দিন, কবি মো: ইউনুস বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ টিপু, বিএনপি সহ সভাপতি আবদুল কুদ্দুজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ঠিকাদার মোঃ বেলাল হোসেন।

বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইজরাইলের নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানান,ইজরাইলি পণ্য বয়কট, দ্রুত যুদ্ধ বিরতি কার্যকর করা, মুসলিম রাষ্ট্রকে এগিয়ে আসা, জাতিসংঘকে যুদ্ধ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা উল্লেখ করেন।

বিক্ষোভ মিছিল শেষে ইজরাইলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর ছবি পোড়ানো হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে