শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চৌহালীতে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৯ এপ্রিল ২০২৫, ১১:৪৩
চৌহালীতে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও
ছবি: যায়যায়দিন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান । মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে চৌহালী আর্দশ উচ্চ বিদ্যালয়, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র তিনি পরিদর্শন করেন।

এ সময় চৌহালী উপজেলার অতিরিক্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, খাষকাউলিয়া ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুজ্জামান বাদশা, চৌহালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রাশেদুল হাসান জুয়েল, সিএ ইউসুফ আলী, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. ফারুক হোসেন ।

পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনকালে (ইউএনও) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, যেকোনো মূল্যে স্বচ্ছতার সাথে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকল রকম প্রচেষ্টা অব্যাহত আছে এবং উপজেলা প্রশাসন চৌহালী থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে