কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী আনচেংগ্রী গ্রামে পানির সংকটের সমাধানে আজ একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণের উদ্যোগে গবেষণাধর্মী ও পরিবেশ বাদী প্রতিষ্ঠান বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ) এবং সবুজ সংহতি যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা ব্যাপী এই কর্মসূচিতে শত শত স্থানীয় নারী পুরুষ অংশগ্রহণ করেন।
গ্রামটির মানুষজন দীর্ঘদিন ধরে পানির সংকটে ভুগছেন। অধিকাংশ নলকূপ অকেজো হয়ে পড়েছে এবং ভূগর্ভস্থ পানি স্তর নেমে যাওয়ায় পানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। বিশেষত নারী এবং শিশুদের পানির জন্য দূরদূরান্তে যাতায়াত করতে হয়, যা তাদের দৈনন্দিন জীবনে ব্যাপক কষ্ট সৃষ্টি করছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান তুলে ধরেন, যেমন: "পানি আমাদের অধিকার", "সীমান্তের পানির সংকট দূর করো", "সুপেয় পানি চাই, আজই চাই!"। বক্তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা জানান, পানি সংকটের কারণে এলাকার স্বাস্থ্য পরিস্থিতি অবনতি ঘটছে এবং কৃষি কাজেও ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে বক্তৃতা দেন বারসিক এর উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা এবং খারনৈ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য জনাব সুরুজ মিঞা, সবুজ সংহতির সম্মানিত সদস্য ও গণমাধ্যম কর্মী জনাব ফখরুল আলম খশরু,। তারা বলেন, "পানি সংকটের সমাধান করতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। আমাদের এখানকার মানুষ পানি না পেয়ে কষ্ট পাচ্ছে, আর এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এছাড়া, মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের সদস্য ও যুবকরা। তাদের একযোগ প্রচেষ্টার মাধ্যমে এই মানববন্ধন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিনীতা হাউই বলেন, আশা করি যে, এ ধরনের মানবিক দাবি প্রশাসন গুরুত্ব সহকারে নিয়ে জলবায়ু পরিবর্তন ও পানির সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
যাযাদি/ এসএম