শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঝিনাইগাতীতে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি
  ১০ এপ্রিল ২০২৫, ১৭:৪০
ঝিনাইগাতীতে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার সারা দেশের ন্যায় এসএসসি ও দাখিল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে । পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে ১৬জন ও কোরান মাজিদ পরীক্ষায় ২৬জন মোট ৪২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ।

পরীক্ষা চলাকালীন কোন রকম অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি । এবার ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ৭৩৮ জন হাজি অছিমদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ৭৮৭ জন ও দীঘিরপাড় ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে ২৯১জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল উপজেলার পরীক্ষার মূল ও ভেন্যু কেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শন করেন ।

এ সময় তিনি শিক্ষার্থী ও পরীক্ষায় নিয়োজিত শিক্ষকদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্যে নির্দেশ প্রদান করেন । পরিদর্শনের সময় উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে