সিরাজগঞ্জের চৌহালীতে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ১o এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলার ৬টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
চৌহালী আদর্শ উচ্চ বিদ্যা-এ কেন্দ্র ছেলে,মেয়েসহ মোট ৪৮০ছাত্র - অনুপস্থিত - ৫জন, খাষকাউলিয়া সিদ্দিকিয়া ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা মোট ৪৪১ছাত্র -। ভোকেশনাল এসএসসি ২৪ -২ জন মোট পরীক্ষার্থী ১৩৩২অনুপস্থিত ৩৮ বহিষ্কার, ১।
উপজেলার কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল ৯ টা থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রে ভীড় করেন। তবে কেন্দ্রগুলোর বাইরে এবার অভিভাবকদের ভীড় ছিল অন্যান্যের বছরের চেয়ে বেশি। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থানা পুলিশ সদস্যদের পরীক্ষা কেন্দ্রের সামনে পাহারা দিতে দেখা গেছে। এদিকে পরীক্ষায় অসুদপায় অবলম্বনে দায়ে খাষকাউলিয়া ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে একজন বহিষ্কারের বিষয় নিশ্চিত করেছেন অত্র মাদ্রাসা কেন্দ্রের ট্যাগ অফিসার মো: সোহেল রানা।২০২৫ সালের পরীক্ষায় চৌহালী উপজেলা প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, ২০২৫ সনের এসএসসি ও সমমানের পরীক্ষা হবে নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে ৷ তিনি বলেন, কেউ অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ৷
উল্লেখ্য, এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনে ওই পরিপত্রে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই পরিপত্রটি সব বিভাগীয় কমিশনার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সব জেলা প্রশাসকদের পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ও মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না বলেও পরিপত্রে জানিয়েছে শিক্ষা মন্ত্রণায়ল।
কেন্দ্রের কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীরা ‘প্রোগ্রামেবল’ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। তবে ‘নন প্রোগ্রামেবল’ সায়েন্টিফেক ক্যাকুলেটর ব্যবহার করার সুযোগ পাবেন তারা , চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের চলমান পরিক্ষায় শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন, চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম শাখাওয়াত হোসেন,ট্যাগ অফিসার তানভীর হাসান মজুমদার, মো: সোহেল রানা, রিয়াজুল ইসলাম, তপন কুমার সূত্রধর, সেলিম রেজা ও থানার উপ পরিদর্শক (এসআই) হৃদয় হাসানসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
যাযাদি/ এমএস