বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

‘মার্চ ফর গাজা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  ১১ এপ্রিল ২০২৫, ১৮:১১
‘মার্চ ফর গাজা’ মিছিলে মিছিলে উত্তাল বিশ্বনাথ
ছবি: যায়যায়দিন

ফিলিস্তিনের ওপর ইসরাইলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদর। শুক্রবার (১১ এপ্রিল) পবিত্র জুম্মার নামাজের পর উপজেলার মাদানিয়া মাদ্রাসা গেটের সামন থেকে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের ব্যানারে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতর উপর বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এরআগে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে খন্ড খন্ড মিছিলে ‘উই আর প্যালেস্টাইন’ ও ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ এ রকম নানা স্লোগান দিয়ে পৃথক ব্যানারে ব্যানারে বিশ্বনাথ দর্জি কল্যাণ সংস্থা, ফ্রেন্ডস স্টাফ বিশ্বনাথ ও স্বপ্নচূড়া ইসলামমী তরুণ সংঘ এবং বিভিন্ন শ্রেণী-পেশার জনসাধারণ মিছিলে অংশ নেন।

1

এ সময় মানবতাবিরোধী অপরাধে ইসরাইলের প্রধানমন্ত্রী ও তার সমর্থনকারীদের বিচারের দাবি জানিয়ে ইসরাইলের সকল পণ্য বয়কটের ডাক দেন বিক্ষোভকারী।

এ সময় বিক্ষোভকারীরা ‘উই আর প্যালেস্টাইন’, ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব দে’সহ নানা স্লোগান দিতে থাকেন। মিছিলে শিশুদের প্রতিকী লাশ নিয়ে অংশ নেন বিক্ষোভকারীরা।

বিশ্বনাথ আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম. কাওছার আহমদের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাওলানা মুখতার হোসাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজনীতিবীদ ও সংগঠক আমজাদ হোসেন, মাওলানা আব্দুল মতিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা ফারহান হোসাইন, মাওলানা হাবিবুল্লাহ খান, ছাত্রনেতা শাহ টিপু, মো. শিমুল, সংগঠক আব্দুল্লাহ আবির, মো. রিপন আহমদ, আশরাফুল্লাহ প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে