সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধনে চৌহালীর নানা শ্রেণির মানুষ। সিরাজগঞ্জ -৬ (চৌহালী -শাহজাদপুর ) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপিসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ।
শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ৫টায় চৌহালী - শাহজাদপুর সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির আয়োজনে উপজেলার কেআর পাইলট মোড়ের সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ স্থানীয় নানা শ্রেণি পেশার প্রায় ২ শতাধিক মানুষ অংশ নেন।
সাবেক সিরাজগঞ্জ চৌহালী শাহজাদপুর -৬ সংসদীয় আসন পুনরুদ্ধারে সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শহিদুর রহমানের সভাপতিত্বে এ আসনটি পুনর্বহালের দাবিতে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন, বিএনপির সহ সভাপতি আলমাছ মন্ডল, বিএনপির নেতা বাদল সরকার, সাহেব আলী, ওসমান মন্ডল, শহিদ মোল্লা ও ফরিদ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) আসনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রশাসনিক ও ভৌগোলিক দিক থেকে এ আসনটির পুনর্বহাল অত্যন্ত জরুরি। এটি পুনর্বহাল হলে এলাকার জনগণের উন্নয়ন ও সেবা নিশ্চিত করা সহজ হবে বলে তারা মত প্রকাশ করেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন তার বক্তব্যে বলেন,
উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাই গত ১৬ বছরের বৈষম্য দূর করে দুটি উপজেলার উন্নয়ন ও বরাদ্দের আনুপাতিক হার ঠিক রাখার পাশাপাশি বৈষম্য নিরসনে দেশের অন্যান্য সংসদীয় আসনের সঙ্গে সিরাজগঞ্জের ৬ চৌহালী- শাহজাদপুর আসন-২০০১ সালের ন্যায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান তারা।
যাযাদি/ এমএস