শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত

চৌহালী  (সিরাজগঞ্জ ) প্রতিনিধি
  ১৪ এপ্রিল ২০২৫, ১১:২৬
চৌহালীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত
ছবি : যায়যায়দিন

সিরাজগন্জের চৌহালীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সারে ৮ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটি জমকালো র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। র‍্যালীতে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রছাত্রী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান ও সঞ্চালনায় চঞ্চল কুমার মিস্ত্রি।

ইউএনও মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্য বলেন, বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, "বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক।

এ দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহআলম,মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম শাখাওয়াত হোসেন, ভেটেনারি সার্জন ডা: সাহেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী,, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, জন্য স্বাস্থ্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, পরিসংখ্যান অফিসের তদন্তকারী মো: সোহেল রানা, আনসার ও ভিডিপির প্রশিক্ষক আবদুল মান্নান মৃধা, মৎস্য অফিসের জ্যেষ্ঠ ক্ষেত্রে সহকারী শফিকুল ইসলাম শফিক ও সিএ ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। সাংস্কৃতিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এদিকে ঘন্টাব্যাপী প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে