নেত্রকোণার কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দঘন র্যালি।
“এসো এসো নববর্ষ” এই আহ্বানে সাড়া দিয়ে শতাধিক সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই আয়োজনে। সবার পরনে ছিল পাঞ্জাবি, শাড়ি, গামছা আর মুখে ছিল বর্ষবরণের উচ্ছ্বাস।
শোভাযাত্রাটি উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। এসময় থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাসহ ইউপি চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ও গণ্যমান্যব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালির পুরোটা জুড়েই ছিল ঢাক-ঢোল, কেশে বাজানো লোকজ বাদ্যযন্ত্রসহ লাটিখেলা ও বাংলা সংস্কৃতির নানান রঙের ছোঁয়া।
এ সময় বক্তারা বলেন, বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করতে পহেলা বৈশাখ উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনটি আমাদের মাঝে নতুন আশার সঞ্চার করে, ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। এই আয়োজন প্রমাণ করে, ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে বাংলাদেশ এগিয়ে চলছে এক নতুন ভোরের দিকে।
যাযাদি/ এমএস