শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কারাগারে স্বামীর সঙ্গে দেখা করতে এসে গণধর্ষণের শিকার স্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৫, ১৯:৪১
কারাগারে স্বামীর সঙ্গে দেখা করতে এসে গণধর্ষণের শিকার স্ত্রী
ছবি: যায়যায়দিন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্বামীর সাথে দেখা করতে এসে গণ-ধর্ষণের শিকার হয়েছেন স্ত্রী । এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন ঐ ভুক্তভোগী নারী। অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১৬ এপ্রিল) কেন্দ্রীয় কারাগারে স্বামীর সাথে দেখা করে সন্ধ্যার সময় সিএনজি অটোরিকশা করে ফেরার পথে সিএনজি চালক ঐ নারীকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ফাঁকা জায়গায় নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, আজ বুধবার সকালে গণধর্ষণের অভিযোগ নিয়ে এক নারী থানায় হাজির হয়ে অজ্ঞাত ৩ ব্যক্তির নামে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে