বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

টঙ্গীবাড়ীতে পুকুর থেকে সরকারি ৩২৫টি গুলি উদ্ধার

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৫, ১১:০৯
টঙ্গীবাড়ীতে পুকুর থেকে সরকারি ৩২৫টি গুলি উদ্ধার
ছবি: যায়যায়দিন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের পুকুর থেকে ৩২৫ পিছ সরকারি গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুকুরের পানির নিচে প্লাস্টিকের কৌটায় গুলি গুলো উদ্ধার করে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ। ধারণা করা হচ্ছে এই গুলিগুলো গত ৫ আগস্ট থানা হতে লুট করা হয়েছিল।

গোয়েন্দা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিন এর পুকুরের দক্ষিণ পাশে পানির নিচ হতে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে আটকানো প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের গুলির বাক্সে ৩২৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত‍্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৫ আগস্ট থানা থেকে লুণ্ঠনকৃত এসব গুলি কোন দুষ্কৃতিকারী অসৎ উদ্দেশ্যে উল্লেখিত স্থানে পানির নিচে লুকিয়ে রেখেছিল।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম যায়যায়দিন জানান, উপজেলার পাইকপাড়া এলাকার পুকুরের তলদেশ থেকে গোয়েন্দা পুলিশ গুলি গুলো উদ্ধার করেছে। এগুলো সরকারি গুলি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে