সিরাজগন্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ -৬ (চৌহালী -শাহজাদপুর ) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপিসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ।
রোববার (২০ এপ্রিল) বিকেল ৫টায় চৌহালী - শাহজাদপুর সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির আয়োজনে উপজেলার কোদালিয়া বাজারে লিফলেট বিতরণ ও ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । এ মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ স্থানীয় নানা শ্রেণি পেশার প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেয়।
বক্তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) আসনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রশাসনিক ও ভৌগোলিক দিক থেকে এ আসনটির পুনর্বহাল অত্যন্ত জরুরি। এটি পুনর্বহাল হলে এলাকার জনগণের উন্নয়ন ও সেবা নিশ্চিত করা সহজ হবে বলে তারা জানান।
উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাই গত ১৬ বছরের বৈষম্য দূর করে দুটি উপজেলার উন্নয়ন ও বরাদ্দের আনুপাতিক হার ঠিক রাখার পাশাপাশি বৈষম্য নিরসনে দেশের অন্যান্য সংসদীয় আসনের সঙ্গে সিরাজগঞ্জের ৬ চৌহালী- শাহজাদপুর আসন-২০০১ সালের ন্যায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানায়।
এসময় বক্তারা আরও বলেন, এলাকার টেকসই উন্নয়ন বঞ্চিত করা হয়েছে। নাগরিক সুবিধা পাচ্ছে না জনতা। এছাড়া সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনের সঙ্গে যুক্ত করার ফলে আসনটির ভৌগোলিক সীমানা বিশাল হয়ে গেছে, যা সয়দাবাদ থেকে মানিকগঞ্জ পর্যন্ত বিস্তৃত। এই বিশাল এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা একজন সংসদ সদস্যের পক্ষে সম্ভব নয়। যার ফলে গত ১৫-১৬ বছরে চৌহালী ও এনায়েতপুরে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।