নেত্রকোণার কলমাকান্দার নাজিরপুর এপিতে বুধবার (২৩ এপ্রিল) যুব ও শিশু ফোরামের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ এর সহযোগিতায় দিন ব্যাপি পুষ্টি, স্বাস্থ্য ও ওয়াস বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
এতে উপস্থিত ছিলেন নাজিরপুর এপি ম্যানেজার মি, পরিতোষ রেমা, এপি প্রোগ্রাম কোর্ডিনেটর টুকি চাম্বুগং, মৌরশ্মি লিমা ঘাগ্রা,নলচাপরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কপোতি ঘাগ্রা, সিনিয়র সাংবাদিক মো,ফখরুল আলম খসরু, যুব ফোরাম পরিচালক নাজমুল হক, তৃষামনি,সুরমিনা ও সেতু খাতুন সহ যুব ও শিশু ফোরামের সদষ্য/ সদস্যা গণ।
সাংস্কৃতিক অনুষ্ঠান এ গান পরিবেশন করেন লোকজ গায়ক কুদ্দুস বয়াাতি।