বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাবুগঞ্জে ১৫০ জন কৃষক পাচ্ছেন আঊশ প্রণোদনা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৫, ২০:৩৪
বাবুগঞ্জে ১৫০ জন কৃষক পাচ্ছেন আঊশ প্রণোদনা
ছবি: যায়যায়দিন

বরিশালের বাবুগঞ্জে ১৫০ জন কৃষক বিনামূল্যে পাচ্ছেন আঊশ ধানের বীজ ও সার। ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ ১/২০২৪-২৫ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ৩০ এপ্রিল ) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোমানা সারমিন রিপার সঞ্চালনায় ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো:আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম হাওলাদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তাগন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে চলতি মৌসুমে ১৫০ জন কৃষকের মাঝে আউশধান বীজ ও সার বিতরণ করা শুরু হয়েছে।

এবার প্রতিটি কৃষক পাচ্ছেন ১০ কেজি সার ও ৫ কেজি বীজ ধান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে