নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২৩ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে (২মে) জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া ঈদগাঁহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম।
উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাদশা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুজন।
এছাড়াও কৃতি দুই শিক্ষার্থী এবং মেধা অন্বেষন ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের জন্য ৮জনকে পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে।
উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাদশা সিদ্দিকী জানান, ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সামাজিক, স্বাস্থ্য সেবা, শিক্ষা মুলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠার এই দিনটি স্মরণীয় করে রাখতে আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভুমিকা রাখায় আমরা সম্মাননা প্রদানের উদ্যোগ নেই। উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয় স্থানীয় মানুষদের।