বরিশাল বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়ন এর সন্ধ্যা নদীর বাহেরচর বাজার এর পশ্চিম পার্শ্ব থেকে আফসার ঢালীর বাড়ী থেকে মৃধা বাড়ী পর্যন্ত নদীর তীরবর্তী বাধ নির্মান সংরক্ষণের জন্য জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। এতে ওই এলাকার মানুষের মুখে হাসি ফুটেছে।
শনিবার সকালে বাহেরচর ঘোষকাঠী এলাকায় স্থায়ী বাসিন্দাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে জিও ব্যাগ ফেলে ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়।
জানাযায়, প্রায় ৬৮ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু চলমান এই প্রকল্পটিকে অন্য স্থানে স্থানান্তর ও ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্যে একটি মহল বিভিন্নভাবে পায়তারা করতে থাকে। ফলে এসময় ওই মহলটির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করেন স্থানীয় ভুক্তভোগীরা। এসময় তারা বলেন, স্থানীয় একটি কুচক্রীমহল নদী ভাঙ্গন রোধে কাজে বাধা প্রদান করে ঠিকাদারের কাছে কিছু টাকা দাবি করছে। টাকা না দেয়ার কারণে ঠিকাদারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত সকল ব্যক্তির বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন।
এলাকাবাসী বলেন পানি উন্নয়নের বোর্ডের কর্তৃপক্ষ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে যেই জায়গা থেকে কাজ শুরু করার কথা বলেছেন সেই জায়গা থেকেই ঠিকাদার কাজ শুরু করেছেন এবং অতি গুরুত্বপূর্ণ এলাকা থেকেই নদী ভাঙন রোধের কাজ শুরু হয়। কিন্তু এলাকার কয়েকজন ব্যক্তি উন্নয়নে বাধাগ্রস্ত করতেই বিভিন্ন অপপ্রচার করে আসছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক মাওলানা নুরুল হুদা, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো, মাহবুব আলম, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম উজ্জল, সমাজ সেবক মো. খলিলুর রহমান, মাষ্টার সাইদুজ্জামান সুজন, দেহেরগতি ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মো. এরশাদ হুসাইন, সেক্রেটারি মোহাম্মদ ইদ্রিস হাসান, দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সমাজ সেবক শাজাহান হাওলাদার, আবু বক্কর পেদা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।