সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

শ্যামনগরে এসএসসি পরীক্ষার্থীদের উত্যক্ত করার দায়ে ৩ বখাটের কারাদণ্ড 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ২০:২৩
শ্যামনগরে এসএসসি পরীক্ষার্থীদের উত্যক্ত করার দায়ে ৩ বখাটের কারাদণ্ড 
ছবি: যায়যায়দিন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এসএসসি / সমমান পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রীকে উত্যক্ত করার দায়ে তিন বখাটে যুবককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

রোববার (৪মে) বিকালে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা : রণী খাতুন ভ্রাম্যমান আদালতে তাদের এই কারাদণ্ড প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির।

দন্ডপ্রাপ্তরা হলেন জেলার কালিগঞ্জ উপজেলার আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (১৯),একই উপজেলার জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (১৭) ও আমিনুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান এসএসসি পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে শ্যামনগর গোপালপুর পিকনিক কর্নারের সামনে পৌঁছালে কয়েকজন ছাত্রীকে ইভটিজিং করার সময় স্থানীয়দের চোখে পড়ে। এসময় স্থানীয়রা তিন বখাটেকে আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার মোছা: রণী খাতুন বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির বলেন পরীক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার তিন বখাটের মধ্যে মোস্তাফিজুর রহমানকে দুই মাস, রাকিব হোসেন ও জুবায়েরকে এক সপ্তাহ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে