সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনায় কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে মো. ইয়াসিন (১৭) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগরের লাকিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াসিন লাকিবাজার এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার দুরুয়া গ্রামে। এ ঘটনায় গতকাল রোববার পুলিশ দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের এনায়েত নগরের লাকিবাজার এলাকায় মৃত আশেক আলীর ভাড়াটিয়া বাড়িতে কিশোর ইয়াছিন পরিবারের সাথে বসবাস করতেন। শনিবার রাত আনুমানিক ১১টার দিকে এলাকার একটি চায়ের দোকানে বসে ছিল মো. ইয়াসিন। এ সময় কিশোরগ্যাংয়ের কয়েকজন সদস্য মো. ইয়াসিনকে দোকান থেকে চলে যেতে বলে।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটা-কাটি হয়। এর একপর্যায়ে কিশোরগ্যাংয়ের এক সদস্য ইয়াসিনের বুকে ছুরিকাঘাত করলে সে চিৎকার করে ও মাটিতে লুটিয়ে পড়ে। ইয়াছিনের চিৎকার শুনে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।
আটকৃতরা হলো- গোপালগঞ্জের মৃত লতিফ শেখের ছেলে ওসমান (১৬) ও জামালপুরের বল্টুর ছেলে আব্দুল (১৬)। স্থানীয় এলাকাবাসীর দাবি, তুচ্ছ ঘটনায় কথা কাটা-কাটির জেরে ছুরিকাঘাতে মো. ইয়াছিনকে হত্যা করেছে কিশোরগ্যাংয়ের সদস্যরা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এলাকার কয়েকজন কিশোরের সঙ্গে কথা কাটা-কাটির জেওে মো. ইয়াছিনকে ছুরিকাঘাত করা হয়। পরে খানপুর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আমরা দুই জনকে আটক করেছি। অন্যদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।