রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বাকেরগঞ্জ সাংবাদিকদের সাথে সিআইপিআরবি'র মতবিনিময় সভা 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ১৯:৩০
বাকেরগঞ্জ সাংবাদিকদের সাথে সিআইপিআরবি'র মতবিনিময় সভা 
ছবি: যায়যায়দিন

বরিশালের বাকেরগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সিআইপিআরবি'র পক্ষ থেকে মতবিনিময় সভা করা হয়েছে।

৪ মে (রবিবার) বিকেল ৪ টায় উপজেলার চৌমাথা সিআইপিআরবি'র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপিআরবি'র ডেপুটি ডিরেক্টর আবুল বরকাত।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিআইপিআরবি'র ডেপুটি ম্যানেজার (কমিউনিকেশন) ফারহানা ফেরদাউস ,অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অংশুমান সরকার,এরিয়া কোঅর্ডিনেটর ( বাকেরগঞ্জ)মুহাম্মদ মোতাহের হোসাইন প্রমুখ।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, শামিম আহম্মেদ, মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিয়াউল হক, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি গোলাম মোস্তফা তুহিন , আনন্দ টেলিভিশনের বাকেরগঞ্জ প্রতিনিধি বায়জিদ বাপ্পি, কালবেলার প্রতিনিধি উত্তম দাশ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মো: মহাসিন মোল্লা, সাংবাদিক কামাল হোসেন, মাইনুল ইসলাম, বেল্লাল হোসেন, দুলাল খান,ফিরোজ প্রমুখ।

আলোচনা সভায় সিআইপিআরবি জানান, শিশুদের পানিতে ডুবা প্রতিরোধ কার্যক্রমের সব ধরনের ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সিআইপিআরবি'। নিরাপদে ভাসা প্রকল্প, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, পানিতে ডুবা প্রতিরোধ কার্যক্রমগুলোকে সামগ্রিক পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর উপযোগী করন ও ঝুঁকি মোকাবেলায় সক্ষম করে গড়ে তুলতে নতুন গবেষণা প্রকল্প 'নিরাপদে ভাসা' প্রকল্প শুরু করেছে সিআইপিআরবি। সার্বিক সহযোগিতায় রয়েছে রয়‍্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই) ও প্রিন্সেস শার্লিন অফ মোনাকো ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনের সাথে প্রাসঙ্গিক বিষয়ের আলোকে পানিতে ডুবা প্রতিরোধ কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়ন করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

বাংলাদেশে প্রতিদিন ৪০ জন শিশু পানিতে ডুবে মারা যায়, যাদের বয়স ১৮ বছরের নিচে। ১ থেকে ১০ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি মৃত্যুঝুঁকিতে রয়েছে। দেশীয় প্রযুক্তি ও ব্যবস্থাপনায় এই মৃত্যু প্রতিরোধযোগ্য। পানিতে ডুবে মৃত্যু ও ইনজুরি প্রতিরোধ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রজেক্ট ভাসা বাস্তবায়নের ৮ বছরের অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা ও লার্নিং এর ভিত্তিতে পানিতে ডুবা প্রতিরোধ কার্যক্রমগুলোকে কিভাবে আরো টেকসই ও ফলপ্রসূ করা যায়- নিরাপদে ভাসা প্রকল্পে তা নিয়ে গবেষণা করবে সিআইপিআরবি। প্রকল্পটির নানামুখী কার্যাবলীর মধ্যে রয়েছে-শিশুযত্ন কেন্দ্র (আঁচল) পরিচালনা, জীবনের জন্য সাঁতার কার্যক্রম (সুইমসেফ) বাস্তবায়ন এবং ফার্স্ট রেসপন্স প্রশিক্ষণ প্রদান। কার্যক্রমগুলো চালাতে প্রয়োজনীয় লোকবলের উপস্থিতি ধরে রাখা এবং বৈরী আবহাওয়া ও ঋতু পরিবর্তনের প্রভাবের সাথে তাল মিলিয়ে চলার শক্তি বৃদ্ধি করা-নিরাপদে ভাসা প্রকল্পের প্রধান কাজগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য।

নিরাপদে ভাসা প্রকল্পের দুটি কর্ম এলাকায় বর্তমানে ১৫০ টি আঁচল কেন্দ্র রয়েছে। এর মধ্যে বাকেরগঞ্জ উপজেলায় রয়েছে ৫০ টি কেন্দ্র। এ কেন্দ্রগুলোতে ১০০ জন প্রশিক্ষিত শিশু যত্নকারীর মাধ্যমে ১-৫ বছর বয়সী শিশুদের নিরাপদ রাখতে ও তাদের শৈশবকালীন প্রারম্ভিক বিকাশ নিশ্চিত করতে বিভিন্ন উৎকর্ষমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সুইমসেফ কার্যক্রমের অধীনে আগামী দুই বছরে ১০০ জন কমিউনিটি সাঁতার প্রশিক্ষক তৈরি করা হবে। তারা নিজ নিজ এলাকার ৬-১০ বছর বয়সী ৫০০০ হাজার শিশুকে জীবন রক্ষাকারী সাঁতার শেখাবেন। চলতি বছর বাকেরগঞ্জ উপজেলায়

৯টি কেন্দ্রের মাধ্যমে ১৮০০ জন শিশু সাঁতার প্রশিক্ষণ পাবে। কমিউনিটি থেকে নির্বাচিত এই শিশু যত্নকারী ও সাঁতার প্রশিক্ষকদেরকে ফার্স্ট রেসপন্স সেবা প্রদানেও দক্ষ করে তোলা হবে। এই দক্ষতাকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন ইনজুরিতে বিশেষ করে পানিতে ডুবা থেকে উদ্ধারের পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা দিতে পারবেন। এছাড়াও রয়েছে জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম যেমন- মঞ্চ নাটক, উঠান বৈঠক, অভিভাবক সভা, সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ইত্যাদি এবং অংশীজনদের সম্পৃক্তকরণ কার্যক্রম যেমন-ভিলেজ ইনজুরি প্রিভেনশন কমিটি ও ইউনিয়ন ইনজুরি প্রিভেনশন কমিটি গঠন, মাসিক,ষান্মাসিক সভা পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের লক্ষ্য অর্জিত হলে যে কোনো পরিবর্তিত পরিস্থিতি ও পরিবেশগত পরিবর্তনে শিশুদেরকে পানিতে ডুবার ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার কার্যকরী উপায় জানা ও একইসাথে প্রকল্পের কার্যক্রমকে বাধাহীনভাবে বাস্তবায়নে সহায়ক হবে জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে