সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীদের কর্মবিরতি

কুষ্টিয়া প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ১৩:২৪
কুষ্টিয়ায় বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীদের কর্মবিরতি
ছবি: যায়যায়দিন

বিচার বিভাগে কর্মচারী বান্ধব অবকাঠামো সংস্কার, বেতন-ভাতার উন্নয়ন এবং স্বতন্ত্র নিয়োগবিধির দাবিতে কুষ্টিয়ায় আজ সকাল সাড়ে ৯টা থেকে কর্মবিরতি কর্মসূচিতে অংশ নেন সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা। কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তারিক আহমেদ রিংকু, সহ-সভাপতি ফজলুর রহমান, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মিজানুর রহমানসহ বিচার বিভাগীয় কর্মচারীরা অংশগ্রহণ করে।

এসময় বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তারিক আহমেদ রিংকু জানায়, সুপ্রিম কোর্টের অধীনস্থ একটি পৃথক সচিবালয় গঠন করে অধীনস্থ আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীদের "বিচার বিভাগের সহায়ক কর্মচারী" হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে তাদের ৭ম থেকে ১২তম গ্রেডে অন্তর্ভুক্তি এবং পুরনো ব্লগ পদের পরিবর্তে যুগোপযোগী পদ সৃষ্টি করে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ নিশ্চিত করার দাবি জানায়।

কর্মবিরতি কর্মসূচিতে অংশগ্রহণ করা আদালত সহায়ক কর্মচারীদের সংগঠন বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশন কুষ্টিয়া শাখার সভাপতি ফজলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই দাবিগুলো উপেক্ষিত থাকায় তারা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। পরে বেলা সাড়ে ১১টায় শেষ হয় কর্মবিরতি কর্মসূচি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে