লক্ষ্মীপুরের রামগতিতে আজাদ নগর মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং এর ঘটনায় বাধা দেওয়ায় হামলা চালিয়ে সামির ও রিফাত নামে ৮ম শ্রেনীর দুই ছাত্রকে মারধর করেছে হামলা কারীরা।
গুরুতর আহত সামিরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি দেখে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। অপর আহত রিফাত কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় আহত সামির বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে রাতেই ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার জনের বিরুদ্ধে রামগতি থানায় একটি মামলা দায়ের করেন।
হামলা কারীরা হচ্ছে চরপোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা এলাকার আজাদ নগর ব্রীজ সংলগ্ন বাজারের ভাঙারী ব্যসায়ী মোঃ হোসেন ও তাট ছোট ভাই রাকিবের নেতৃত্বে একই এলাকার বাবুলের ছেলে সাকিল এবং সেলিমের ছেলে রিদয়সহ অন্য আসামিরা। এঘটনায় আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে ওঠেন, রবিবার দুপুরে বিদ্যালয়ের সামনে আলেকজান্ডার - সোনাপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে আসামীদের গ্রেপ্তার ও শাশ্তির দাবী করে বিক্ষোভ করতে থাকে।
খবর পেয়ে সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ঝন্টু বিকাশ চাকমা এবং রামগতি থানা পুলিশ পরিদর্শক তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস ঘটনার স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস ও উপযুক্ত শাস্তির দেওয়া হবে বলে আশ্বস্ত করায় আন্দোলন কারিরা অবরোধ প্রত্যাহার করেন।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন জানান ইভটিজিং কারিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিচারের দাবীতে ছাত্র ছাত্রী রা রাস্তা অবরোধ করে। পরিস্থিতি এড়াতে সোমবার স্কুলের পাঠদান বন্ধ রাখা হয়েছে।
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন জানান ইভটিজিং হামলা কারিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশে অভিযান চলছে। তাদের আইনের আওতায় আনা হবে।