মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

গঙ্গাচড়ায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ২১:৩৮
গঙ্গাচড়ায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ 
ছবি: যায়যায়দিন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে বিএনপিন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী- ১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সাহরিন ইসলাম তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) বিকেলে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি পার্টি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গঙ্গাচড়া বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয় এবং পরে সেখানেই পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার দলের সদস্য সচিব রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চাঁন, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী দলের নেতৃবৃন্দ। এসময় বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন অবিলম্বে তুহিন ভাইয়ের নি:শর্ত মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।

তারা আরও বলেন, তা না হলে সৈরাচার হাসিনা যেভাবে পালিয়ে গেছে তার চেয়েও করুন পরিনতি বহন করতে হবে এই সরকারকে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর তুহিন দেশে ফিরে আসেন এবং গত ২৯ এপ্রিল ২০০৭ সালের দুদকের করা দুটি মামলায় আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন না মন্জুর করে তুহিনকে জেল হাজতে প্রেরন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে