মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মোল্লাহাটে আমগাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ২১:৩৬
মোল্লাহাটে আমগাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রতীকি ছবি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামে আমগাছে উঠে পড়ে রাকিবুল কাজী রাঙ্গা (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এই দুঃখজনক ঘটনা ঘটে।

নিহত রাকিবুল কোদালিয়া গ্রামের বাসিন্দা মহিদুল কাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী মাহাবুব হোসেন ও তামান্না দম্পতির অনুরোধে তাদের গাছ থেকে আম পেড়ে দিতে রাকিবুল গাছে উঠে। এ সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।

দম্পতিদ্বয় জানান, দুর্ঘটনার পরপরই রাকিবুলকে কোদালিয়া বাজারে একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, এবিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং মৃতদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে