ট্রেড লাইসেন্স না থাকা এবং ঔষধ আইন লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় শহরের রাধানগর ও বড় বাজার এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ট্রেড লাইসেন্স না থাকা ও হালনাগাদ না করায় তিনজন মাছ ব্যবসায়ীকে যথাক্রমে ১ হাজার এবং ২ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।
অন্যদিকে ঔষধ আইন, ১৯৪০ অনুযায়ী মিসব্র্যান্ড ঔষধ বিক্রি ও হালনাগাদ ড্রাগ লাইসেন্স না থাকায় এক ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম বলেন, অবৈধভাবে ব্যবসা পরিচালনা করায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।